পটিয়াকে সুরক্ষায় রাখতে ১২শ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
সোমবার দুপুরে পটিয়ার কালিগঞ্জ ব্রিজ এলাকায় মালিয়ারা-বাকখাইন-ভান্ডারগাঁও বেড়িবাঁধ উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেড়িবাঁধটি নির্মিত হলে পটিয়া উপজেলায় পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের দুর্ভোগ কমবে। এছাড়া, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বেড়িবাঁধ নির্মাণ, সুইচগেইট নির্মাণ, খাল খনন, রাবার ড্যাম প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নিয়েছেন বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি