কর্মজীবী ল্যাকটেটিং মাদারদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা সভা ও হেলথ ক্যাম্প হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় উপকারভোগী মায়েরা সভায় অংশ নেয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াসমিন পারভিন তিবরীজি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন জি এম তৈয়ব আলী, কাউন্সিলর জেসমিন পারভিন জেসী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ৭শ মা ও শিশুর ডেঙ্গু পরীক্ষা করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি