বিগত ২৪ ঘন্টায় সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে নতুন ১ হাজার ৬১৫ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে শুধু ঢাকা শহরে রোগীর সংখ্যা ৭৫৭ জন বলে জানিয়েছে তথ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরে হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৪ হাজার ৭৯৭ জন । এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে ফিরে গিয়েছেন ৪৮ হাজার ২৪ জন এবং মারা গেছেন ৪০ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তিরোগীর সংখ্যা ৬ হাজার ৭৩৩ জন,যার মধ্যে শুধু ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে রয়েছেন ৩ হাজার ৪১৯ জন রোগী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি