২১ আগস্ট গ্র্রেনেড হামলায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুনিদের আশ্রয় না দিতে আন্তর্জাতিক পর্যায়ে জনমত সৃষ্টির দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
নগর আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, নেতৃত্বের ইতিবাচক প্রতিযোগিতা থাকলে সংগঠন উপকৃত হয়, গতিশীল ও শক্তিশালী হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নইম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি