দেশে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা হাসিল করতে, বাতেন ফেরকা’র হুজুগ তুলে ইসলামকে কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে গাউসে জামান তৈয়্যব শাহ্ (রা:) ‘র জীবন দর্শন অবদান শীষর্ক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুন্নীয়তকে মনে প্রাণে ধারণ করতেন। সেভাবে তিনি দেশে সুন্নীয়তকে প্রতিষ্ঠা করে গেছেন। পরে একটি পক্ষ এটির অব্যবহার করেছেন। বাতেন ফেরকা এসে সুন্নীয়তকে কুলষিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি