চট্টগ্রামের সীতাকুন্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ আইনে জাহাজ আনা ও জাহাজ কাটা লংঘনের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে দুদকের ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে জেলার সীতাকুন্ডের উপকূলীয় অঞ্চলে গড়ে উঠা পুরাতন জাহাজ ভাঙ্গা এলাকায় এ অভিযান চালায় দুদক । এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুন্ড এসি ল্যান্ড ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক। অভিযানে দুটি শিপ ইয়ার্ডকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দুদকের সহকারী পরিচালক, চট্টগ্রাম-২ উপসহকারী পরিচালক হুমায়ুন কবিরসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি