মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।
পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিচ্ছিন্ন হয়ে গেছে মৌলভীবাজারের সঙ্গে সিলেটের সড়ক ব্যবস্থা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মনু নদে বাড়লেও কমেছে ধলাইয়ের পানি।
এদিকে, ফেনীতে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফুলগাজী ও পরশুরামে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর থেকে পানি নেমে গেছে। চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ির পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতির দিকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি