ফটিকছড়ির ভূজপুরে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
তাৎক্ষনিকভাবে নিহতের নাম জানা যায়নি। ভুজপুর থানার কোঠবাড়িয়া গ্রামের শিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি একে-২২ রাইফেল এবং ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করে। র্যাব-৭ এর মিডিয়া উইং মাশফিকুর রহমান জানান, অস্ত্র কেনা-বেচার খবর পেয়ে র্যাবের একটি টহল দল ভূজপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় পাল্টা গুলি করলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে র্যাব।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি