বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কারখানা নদীতে ট্রলার ডুবে ৪ জন নিখোঁজ ঘটনায় এখনও উদ্ধার তৎপরতা চলছে ।
রোববার দুপুরের পর ডিসি রোড সংলগ্ন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ট্রলারটি খেয়াঘাটের পন্টুনে বাঁধা ছিলো। ভাঙনকবলিত নদীর তীরের মাটির অংশ (মাটির ঢেলা) আকস্মিক ভেঙে যাওয়ায় ট্রলারটি ডুবে যায়। সে সময় ট্রলারটিতে ২০ থেকে/২৫ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে বেশিরভাগই সাতরে উপরে উঠতে সক্ষম হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুরের বাসিন্দা ফিরোজ খানের মেয়ে লিনা (১৪), দক্ষিন নলুয়ার হিরনের ছেলে রিপন (১৮), জামাল চাপরাশির ছেলে ইমরান (১৫) ও বাউফলের ধুলিয়া ইউনিয়নের জামালকাঠির বাসিন্দা আল মামুনের শিশু সন্তান হাফসা (৪)সহ ৪ জন নিঁখোজ হওয়ার খবর পাওয়া গেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থল উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরদা এলাকার মধ্যে। যেটি ডিসি রোডের খেয়াঘাট হিসেবে পরিচিত। এখন পর্যন্ত ৪ জন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস , নৌবাহিনী, কোস্টগার্ড , বাখেরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনগন কাজ করছে ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি