২০১৭ সালের শেষ দিক থেকে হঠাৎই লেবাস পাল্টে ধর্ম-কর্মে ব্যস্ত হয়ে পড়েন বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সময় লাগিয়েছেন তবলিগ জামাতেও। সে সময়ই ঘোষণা দিয়েছিলেন, ইসলাম ধর্মের নানা দিক নিয়ে ছবি নির্মাণ করবেন তিনি। ছবির নাম হবে ‘দ্বীন-দ্য ডে’। তবে এই ঘোষণাকে সকলে গুঞ্জন বলেই ধরে নিয়েছিলেন।
কিন্তু অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। সম্প্রতি সেই ছবির কাজেই মুসলিম দেশ ইরানে গেছেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সঙ্গে রয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ছবি নির্মাণের ব্যাপারে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশের সঙ্গে আলোচনা করেছেন তারা। তেহরানে ফাউন্ডেশনটির কার্যালয়ে গত সোমবার এই আলোচনা হয়।
অনন্তের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তেহরান টাইমসকে আলীরেজা তাবেশ জানিয়েছেন, ‘যৌথ প্রযোজনা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অনন্ত জলিল নিজের ভাবনা ও পরিকল্পনাগুলো আমাদের জানিয়েছেন। তার এই ভাবনা ও পরিকল্পনা একেবারেই সময়োপযোগী। আমরা মনে করি, ইসলাম নিয়ে এমন একটি ছবি নির্মাণ হওয়া খুবই জরুরি।’
তাবেশ আরও বলেছেন, ‘ইরান ও বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে আমরাও খুব আগ্রহী! আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে যে ছবিটি তৈরি হবে, শুরুতে তার শক্তিশালী কাহিনি এবং চিত্রনাট্য তৈরি হতে হবে। আর সেটা আমাদের দুই পক্ষেরই পছন্দ হতে হবে।’
এদিকে অনন্ত জলিল বলেছেন, ‘আমি আমার ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে তাদের বলেছি। সব শুনে তারাও আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়া ও ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে অত্যাচার ও নির্যাতন চালানো হচ্ছে, সেই বিষয়গুলোই ছবিতে তুলে ধরা হবে।’
দ্বীন-দ্য ডে’ ছবিতে নিজেই অভিনয় করবেন অনন্ত জলিল। থাকবেন তার স্ত্রী বর্ষাও। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন বাংলাদেশের নামকরা চলচ্চিত্রকার ছটকু আহমেদ।
তবে ছবির পুরো শুটিং ইরানে হবে বলে জানিয়েছেন ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশ। ছবির চিত্রনাট্য ও গল্প অনুযায়ী সেদেশের সুন্দর ও নয়নাভিরাম স্থানগুলো খুবই প্রয়োজন বলে তিনি মনে করেন।
দেশরিভিউ / আরিফুল ইসলাম