সকাল থেকে আষাঢ়ের বৃষ্টিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি গাজীপুরে সিটি নির্বাচনের প্রার্থীদের। চলছে প্রচার-প্রচারণা। সকালে টঙ্গীর হায়দারাবাদ ও মাজিবাজারে প্রচার চালান বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ আচরণের আহ্বান জানান তিনি। টঙ্গীর খরতৈল ও মুদাফা এলাকায় প্রচারণা শুরু করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। নগরীর উন্নয়নে জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
নিউজ ডেস্ক /বিজয় টিভি