ভারতের এনআরসির বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কোন কারন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর সেতু ভবনে অনুষ্ঠিত পদ্মা বহুমুখী সেতু পরিচালন, রক্ষনাবেক্ষন ও টোল আদায়ে সমঝোতা স্মারক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন,ভারত সরকার এ বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে, তারপরও বাংলাদেশ বিষয়টি গভীর ভাবে পর্যবেক্ষন করছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঐক্যের সূত্র ধরে জাতীয় পার্টি আনুষ্ঠানিক ভাবে আবেদন করলে রংপুর ৩ আসন প্রার্থী প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে আওয়ামী লীগ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি