নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে ২০১৮। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে সার্কিট হাউস গিয়ে শেষ হয়। র্যালী শেষে সার্কিট হাউস সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা,প্রফেসর লোক প্রশাসন বিভাগ ড. কাজী এস এম খাসরুল আলম কুদুসীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি