আর মাত্র একদিন পরই, নতুন মেয়র পেতে যাচ্ছে গাজীপুর সিটি। মঙ্গলবারের ভোটাভুটির আগে আজ মধ্যরাত পর্যন্ত ভোটারদের মনজয় করার সময় পাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
পাল্টাপাল্টি অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে গণসংযোগে ব্যস্ত সবাই। সকালে গাজীপুর চৌরাস্তা এলাকায় প্রচার চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়তে জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
তবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। ভোট সুষ্ঠু হলে জয়ের আশাবাদ জানান বিএনপির এই প্রার্থী।
এদিকে, নির্বাচন সামনে রেখে সিটি কর্পোরেশন এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৭শে জুন পর্যন্ত মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি