শেখ রাসেল স্মৃতি জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০১৯ এ চট্টগ্রাম জেলা দলগত চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন সহসভাপতি আমিনুল ইসলামসহ অন্যরা। টুর্নামেন্টে যারা ভাল খেলেছেন তারা যেন আগামীতে এ খেলা ধরে রাখতে পারে এবং জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫৩ জেলা, ৬টি বিভাগ ও ২টি শিক্ষা বোর্ডের খেলোয়াড়দের মধ্যে চট্টগ্রাম জেলার শাটলাররা ছয়টি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি