ময়মনসিংহে ছাত্রলীগ পরিচয়ে পুলিশের কাছে চাঁদা চাওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
এরা হলেন, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক রয়েল আহম্মেদ, সহ-সভাপতি রাজু আহম্মেদ এবং সদস্য কামরুল হাসান।
পুলিশ জানায়, কিছুদিন আগে উপজেলার ঝালুয়া এলাকায় এক ঠিকাদারের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন আটকৃতরা। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সুরাহা করে দিলেও ছাত্রলীগের ওই নেতাকর্মীরা থানায় এসে চাঁদার টাকা দাবি করে। পরে তাদের আটক করে পুলিশ ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি