চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় ভেজাল ওষুধ প্রস্তুততকারী একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভেজাল ওষুধ জব্দের পাশাপাশি চারজনকে কারাদণ্ড দেয়া হয় হয়েছে।
সোমবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, ‘টেলিওয়ান শপিং লিমিটেড’ কল সেন্টারের মাধ্যমে সারা দেশ থেকে অর্ডার এবং বিকাশের মাধ্যমে টাকা নিয়ে কুরিয়ার সার্ভিসে এসব ভেজাল ওষুধ পাঠাতেন কারখানা কর্তৃপক্ষ। অভিযানে প্রায় ২ কোটি টাকার ওষুধ ও তৈরি কাঁচামাল জব্দ করা হয়েছে। ওষুধ কারখানাটি সিলগালা করে দেয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত কারখানার কর্মরত চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। পরে জব্দ করা ভেজাল ওষুধ ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি