গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সকালে রিটার্নিং অফিসার ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।
জানান, বেসরকারি ফলাফল অনুযায়ী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
৯টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ৪২৫টি’র মধ্যে ৪১৬টির ফলাফল ঘোষণা করা হয়। সেখানে ভোটার ২৩ হাজার ৯৫৯ জন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি