বিশ্বকাপ ফুটবলে বুধবার রয়েছে ৪টি ম্যাচ। রাত ৮টায় গ্রুপ এফ’র ম্যাচে ফেভারিট জার্মানির বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।
একই সময়ে গ্রুপের অপরম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ সুইডেন। রাত ১২টায় গ্রুপ ই’র হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে সার্বিয়া। শেষ ষোলর টিকিট পেতে এই ম্যাচে জয় অথবা ড্র করতে হবে সেলেসাওদের। একই সময়ে অপরম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে কোস্টারিকা।
নিউজ ডেস্ক /বিজয় টিভি