মানুষের চিন্তার ভিন্নতা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে কোনো ভিন্নতা থাকতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ।
দুপুরে আন্দরকিল্লার নগর ভবন চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক রাজনীতি হয়েছে সেই সাথে বিশ্বব্যাংক, জাইকা অর্থায়ন প্রত্যাহার করেছে,আর া সবই ছিল ষড়যন্ত্রের অংশ। আজ প্রমাণ হয়েছে যেখানে অর্থ ছাড় হয়নি সেখানে দূর্নীতি হতে পারে না। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি