ফটিকছড়িতে আবদুর শুক্কুর নামে এক ভন্ড ফকিরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালি গ্রাম থেকে আটক করে এলাকাবাসী তাকে ফটিকছড়ি থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে এলাকার সহজ-সরল লোকদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন তাবিজ-কবজ, পানি পড়া, ঝাড়ঁফুক করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযাগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, বেড়াজালি এলাকাবাসী শুক্কুর ফকিরকে আটক করে পুলিশে সোপার্দ করলে তাকে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি