রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর আজ। সেই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজন, সহকর্মী, কুটনীতিকসহ সর্বস্তরের মানুষ।
এদিকে জঙ্গিবাদ নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। জানান, এক সপ্তাহের মধ্যে হামলার চার্জশিট দেয়া হবে।
এর আগে পুলিশের পক্ষ থেকে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শ্রদ্ধা জানান, জাপানের রাষ্ট্রদূতসহ বিভিন্ন কূটনীতিক ও একাধিক সংগঠন।
উল্লেখ্য , ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ নিতহ হন ২২ জন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি