ফটিকছড়িতে পল্লী বিদ্যুতের ১০ এমভিএ’র নতুন একটি পাওয়ার ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রাম পল্লী বিদ্যূৎ সমিতি -২ এর আওতায় ফটিকছড়ি বিবিরহাট উপকেন্দ্রে নতুন এ পাওয়ার ট্রান্সফরমাটি স্থাপন করা হয়। পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর ডিজিএম আবুল কালাম আজাদ জানান, ফটিকছড়িতে মোট বিদ্যূতের চাহিদা ২৫ মেগাওয়াট হলেও পাওয়ার গ্রীডে রয়েছে ৪০ মেগাওয়াট বিদ্যূৎ। চাহিদার তুলনায় বিদ্যূৎ বেশী থাকলেও পুরাতন জরাজীর্ণ পাওয়ার ট্রান্সফরমারের কারণে লোড শেডিং বেশী হতো। বর্তমানে নতুন পাওয়ার ট্রান্সফরমারটি স্থাপন হওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ ও বিতরণ সহজ হবে এবং লোড শেডিং ক্রমান্বয়ে শুন্যে নিয়ে আসা যাবে। এদিকে নতুন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন হওয়ায় পল্লী বিদ্যূতের গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি