নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ। সকালে ও ভোরে নগরের কোতোয়ালী থানার হাজারীগলি ও সদরঘাট থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী এলাকার মীর কাশেমের ছেলে মো. রমজান আলী (১৯), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আজিমপুর এলাকার আব্দুল নবীর ছেলে মাহমুদ সোহেল (২৮) এবং বাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদপুর এলাকার মো. শাহাদ আলীর ছেলে মো. জয়নাল আবেদীন (২৭)।
গোপন সংবাদের ভিত্তিতে মো. রমজান আলীকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ নগরের কোতোয়ালী থানার হাজারীগলি থেকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক শামীম আহমেদ।
তিনি বলেন, গ্রেফতার মো. রমজান আলীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, সদরঘাট থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাহমুদ সোহেল ও জয়নাল আবেদীন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি