আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে কোন সন্দেহ নেই এবং সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই বলে জানালেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
সোমবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছে তাই আদালত তাকে জেলে দিয়েছে এতে কোন সরকারের হাত নেই বিএনপি নেতারা বলছে খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেবে না কিন্তু খালেদা জিয়া নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে কিনা এটা আদালতের বিষয়।
আগামী জাতীয় নির্বাচন গাজীপুর সিটি করর্পোরেশনের মতো বিএনপির অবস্থা হবে এবং তাদের ভড়াডুবি নিশিচত। নির্বাচন বন্ধ করার ক্ষমতা কোন সাংগঠনিক শক্তি বিএনপির নেই তাই তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। দেশে এখন কোন খাদ্যের ঘাটতি নেই জানিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেন দেশের মানুষ এখন খুব শান্তিতে বসবাস করছে।
এছাড়া আগামী নির্বাচন উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নির্বাচন সঞ্চয় কমিটি গঠন করা হয়। কর্মী ও সুধী সমাবেশে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ উদ্দিন,সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,সাংগঠনিক সম্পাদক আওলাদ খাঁন, আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী পলাশ,তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম,ইউপি সদস্য আলমাস,ছাত্রলীগ নেতা জাহিদুল সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি