বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার লাশ দাফন করা হবে মা-বাবা’র কবরের পাশে।
গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘বৃহস্পতিবার সকাল ৮টার পরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সাদেক হোসেন খোকার লাশ এসে পৌঁছাবে। ওই দিন বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।’
রিজভী আরও বলেন, বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খোকার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে খোকার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় ঢাকা সিটি করপোরেশনে খোকার লাশ নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তার লাশ নিজ বাসভবন গোপীবাগে নিয়ে যাওয়া হবে। সর্বশেষ বাদ আসর ধুপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন কবরস্থানের মা-বাবা’র কবরের পাশে তার লাশ দাফন করা হবে।’
অনলাইন নিউজ ডেস্ক/ বিজয় টিভি