কৃষি জমি নষ্ট করে শিল্পকারখানা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ১০ম সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমি বাচাঁতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দেয়া হচ্ছে। যারা ইন্ডাস্ট্রি করতে চায়, তাদের ওইসব অঞ্চলে প্লট দেয়া হবে। পাশাপাশি তাদেরকে সকল ধরণের সুযোগ-সুবিধা দেয়া হবে বলেও জানান তিনি। কৃষিখাতে গবেষণার গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, গবেষণা ছাড়া কৃষি উন্নয়ন সম্ভব নয়। তাই এ খাতেও গুরুত্ব দেয়া হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি