এ সপ্তাহ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকাল-সকাল মাছ রপ্তানী হওয়াই দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ।
বাংলাদেশ থেকে রপ্তানীকৃত মাছ আগরতলা স্থলবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে বিকাল গড়িয়ে সন্ধা হয়ে যেত এবং তা একটি নিয়মে পরিণত হয়ে গিয়েছিল ফলে মাছ পঁচে গিয়ে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার লোকসান গুনতে হতো। আগরতালার ভিবিন্ন সংবাদপত্রে গত ১৮ই মে এ সম্পর্কিত সংবাদ প্রকাশের পর নড়ে-চরে বসে দুই-পক্ষ বৈঠক হয়ে আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের কৃর্তপক্ষের মধ্যে বৈঠকের পর গত সপ্তাহ থেকে সকাল ১০টার মধ্যেই বিজিবি, বিএসএফ ও শুল্ককর্মকর্তাদের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়ে মাছ পৌঁছে যায় আগরতলার বিভিন্ন বাজারে এতে দু-পাড়ের ব্যবসায়ীরা এখন খুশি।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা জনাব শ্যামল কুমার বিশ্বাস জানান দুই-দেশের কাস্টম কর্মকর্তাদের দফায় দফায় আলোচনার মাধ্যমে গত সপ্তাহ থেকে সকালে মাছ রপ্তানীর জন্য কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহন করে। এতে করে সকাল ১০টার মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষে মাছ বাজারে পৌঁছে যায়।