নগরীর হালিশহরস্থ নয়াবাজার এলাকায় জন্ডিসের প্রাদূভার্ব মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এমপি . ডা. আফসারুল আমীনের সার্বিত সহযোগীতায় জন্ডিসে আক্রান্ত রোগীদের বিনামুল্যে সেবা প্রদানের লক্ষ্যে এস এম ক্লিনক্যিাল রিসার্চ সেন্টার এবং চিটাগাং ডেন্টাল হসপিটালের সহযোগীতায় এক অস্থায়ী ক্যাম্প এর পরিচালনা করা হয়।
এ সময় সার্বিক তত্বাবধানে ছিলেন, ডা. সৈয়দ ফাহার নাসের ,বীরমুক্তিযোদ্ধা আইয়ুব নাসের । অন্যান্যদরে মাঝে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস. এম এরশাদ উল্লাহ , হোসেন আহমেদ মনু সহ আরও অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি