এসএ গেমসে আর্চারিতে ইতিহাস গড়লো বাংলাদেশ। প্রথমবারের মতো ১০টি ইভেন্টের সবকটিতে সোনা জিতে সবাইকে অবাক করে দিয়েছে বাংলাদেশ। আগের দিন আর্চারিতে ৬টি ইভেন্টের সবকটিতে সোনা জিতেছিল বাংলাদেশ। সোমবারও দিনের বাকি চারটি ইভেন্টে এসেছে ৪টি সোনার পদক।
নেপালের পোখারায় শুরু থেকে ছিল লাল-সবুজ প্রতিনিধিদের আধিপত্য। ছেলেদের কম্পাউন্ড এককের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন সোহেল রানা। মেয়েদের কম্পাউন্ড এককে শ্রীলঙ্কান প্রতিযোগীকে হারিয়ে সোনা জিতেছেন সুমা বিশ্বাস। মেয়েদের রিকার্ভ এককে সাফল্য ইতি খাতুনের। ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে সোনার পদক জিতেছেন এই আর্চার।
ছেলেদের রিকার্ভ এককে আধিপত্য টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়া রোমান সানার। ফাইনালে প্রতিপক্ষ ভুটানেক হারিয়ে স্বর্ণপদক জিতেছেন রোমান। এ নিয়ে বাংলাদেশের ঝুলিতে জমা পড়লো ১৮টি সোনার পদক। এর আগে ২০১০ সালের স্বাগতিক গেমসেও এসেছিল ১৮টি সোনা।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি