স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাস্টার রোলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে নাটোরে কর্মবিরতি পালন করছে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীরা।
নাটোর এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার ব্যানারে এলজিইডির মুল ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে তারা। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন, এলজিইডি নাটোর কার্যালয়ের কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আলহাজ আলী সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট মাস্টাররোলের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তরের আদেশ দিলেও মন্ত্রণালয় তা কার্যকরী করছে না। অবিলম্বে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের জোর দাবী জানান বক্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি