সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি আর নেই। তিনি আজ সকাল ৮ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুকালে এডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পির বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি মা, স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে গত শনিবার (২৭ ডিসেম্বর) ফজিলাতুন নেসা বাপ্পি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
ফজিলাতুন্নেসা বাপ্পী নবম ও দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি