পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাতক্ষীরায় ও ময়মনসিংহে ৩ জন নিহত হয়েছে। নিহতদের মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
গেলরাতে সাতক্ষীরার বাঁশদহা কয়ারবিলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত এবং আহত হন পুলিশের ৫ সদস্য। নিহত দুজন কলারোয়ার কেরাগাছী গ্রামের আবুল কালাম আজাদ ও দেলোয়ার হোসেন।
পুলিশ জানায়, আজাদ ও দেলোয়ারকে নিয়ে কয়ারবিলে মাদক উদ্ধারে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে আজাদ ও দেলোয়ার গুলিবিদ্ধ হন। সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়।
এদিকে ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাথে গোলাগুলিতে মুরাদ আকন্দ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি