বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার পলাতক চার আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সকালে, ঢাকার চতুর্থ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন।
পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। চকবাজার থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গত বছরের ৬ অক্টোবর আবরারকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় আবরারের বাবা ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি