হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ।
আজ সোমবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব জানান, সকাল ৯ টার দিকে হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, প্রথমে ইসিজি করার পর ডাক্তাররা এনজিওগ্রামের পরামর্শ দেন। এনজিওগ্রামের রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলেছেন হার্টে দুটি ব্লক পড়েছে। তাৎক্ষণিক একটি রিং পড়ানো হয়েছে। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি