ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিসংশিত করার নথিপত্র বুধবার সিনেটে পাঠানো হয়েছে। এর মধ্যদিয়ে ঐতিহাসিক বিচারের কাজ শুরু হতে যাচ্ছে। আর এ বিচারে মার্কিন এ নেতা পদচ্যুত হওয়ার হুমকির মুখে রয়েছেন। খবর এএফপি’র।
রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যককনেল বলেন, বৃহস্পতিবার দুপুরে সিনেটে আনুষ্ঠানিকভাবে এসব নথি পড়ে শুনানো হবে। এর আগে এ বিচারের সভাপতিত্ব করতে সুপ্রিম কোর্টের প্রধান বিবচারপতি জন রবার্ট শপথ নেবেন।
এরপর জুরি হিসেবে সিনেটররা শপথ নেবেন।
আগামী ২১ জানুয়ারি মঙ্গলবার অভিসংশনের বিচার শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে।সুত্র: বাসস
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি