টেকনাফে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ ছানোয়ারা বানু নামে রোহিঙ্গা এক নারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত নারী লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে এ ঘটনার মূল আসামি ছমিরা বেগম পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি