টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্ব জোনের সদস্যরা।
গতকাল (শুক্রবার) রাতে উপজেলার জালিয়া দ্বীপ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন কোস্ট গার্ড পূর্বজোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, মায়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে, এমন তথ্যের ভিত্তিতে জালিয়া দ্বীপের দক্ষিণ সীমানার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ৩টি বস্তা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি