আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে এ্যাড.আমিরুল ইসলাম আমীরের পক্ষে মনোনয়ন ও নৌকা প্রতীকের দাবীতে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে রণচন্ডি ইউনিয়নের জলঢাকা-রংপুর মহাসড়কে অবিলের বাজার শহীদ মিনার চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী অঙ্গসংঠণের নেতাকর্মীবৃন্দসহ সর্বস্তরের শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি র্যালী বের করা হলে রণচন্ডির অবিলের বাজার প্রদক্ষিণ করে রণচন্ডি স্কুল এন্ড কলেজ মাঠে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন রনচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, ছাইয়েদার রহমান, সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, কোষাধ্যক্ষ নারায়ণ চন্দ্র, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, আওয়ামী লীগ নেতা আফসার আলী বাদাউসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি