ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে ফসলী জমি নিয়ে বিরোধের জেরে শাহেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল রাতে খিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল রাতে ফসলী জমি নিয়ে একই এলাকার মো. ইলিয়াছ ও শাহেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির এক পর্যায়ে তারা দু’জনেই আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শাহেদের মৃত্যু হয়। এ ঘটনায় মো. ইলিয়াসকে আটক করেছে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি