সৌদি আরবের বিভিন্ন নগরী লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র হামলা রিয়াদ ঠেকিয়ে দিয়েছে। এটি ছিল ইয়েমেন বিদ্রোহীদের সর্বশেষ আন্ত:সীমান্ত হামলা। খবর এএফপি’র।
সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএস) বৃহস্পতিবার পরিবেশিত জোটের এক বিবৃতিতে বলা হয়, ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহী গ্রুপ এসব ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির বরাত দিয়ে এসপিএ জানায়, ‘তারা সৌদি আরবের বিভিন্ন নগরী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।’
তিনি আরো জানান, ‘ইয়েমেনের রাজধানী সানা হুতি বিদ্রোহীদের একটি ঘাঁটিতে এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কেন্দ্রে পরিণত হয়েছে। আর এসব ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্য সৌদি আরব।
সৌদি আরব শক্তিশালী বিভিন্ন অস্ত্র হুতি বিদ্রোহীদের কাছে সরবরাহ করায় ইরানকে দায়ী করে । অপরদিকে তেহরান তাদের বিরুদ্ধে উত্থাপিত রিয়াদের অভিযোগ বরাবরই প্রত্যাখান করে আসছে।(বাসস)
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি