বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার তিন হাজার ছাড়িয়ে গেছে। এদিকে চীন নতুন করে আরো ৪২ জনের মৃত্যুর কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, ভাইরাসে নতুন করে মারা যাওয়া সকলেই হুবেই প্রদেশের বাসিন্দা। আর এই প্রদেশেই প্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে চীনের মূল ভূখন্ডে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৯১২ জনে দাঁড়ালো।
এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রতিদিনের হিসাব অনুযায়ী জানুয়ারি মাসের শেষের দিক থেকে নতুন করে আক্রান্তের সংখ্যা একেবারে কমে এসেছে। সর্বশেষ মাত্র ২০২ জন আক্রান্ত হয়েছে।
চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে। সেখানে হুবেই প্রদেশের বাইরে মাত্র ছয়জন আক্রান্ত হয়েছে।
গত বছরের শেষের দিকে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথম ছড়িয়ে পড়লেও বর্তমানে বিশ্বের ৬০টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি