চীনে মঙ্গলবার আরো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৫ জন, যা গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।
জাতীয় স্বাস্থ্য কমিশনের রিপোর্টে বলা হয়েছে, নতুন করে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে, এরা সকলেই করোনাভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৪৩ জন।
ভাইরাসটি বিশ্বের ৬০টির বেশী দেশে ছড়িয়ে পড়েছে। গত ডিসেম্বরে প্রথমে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে মহামারি আকারে ছড়িয়ে পড়ে।
ভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে চীনে এর প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। যদিও মঙ্গলবারের রিপোর্টে বলা হয়েছে, হুবেইয়ের বাইরে নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছে, যা গত পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ।
এ পর্যন্ত চীনের মূল ভূখন্ডে মোট ভাইরাস আক্রান্ত ৮০ হাজারের বেশী। এই ভাইরাসে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,১০০ জন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি