করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সাবধানতা অবলম্বন করাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন বলিউড তারকারা। ভক্তদের সঙ্গে এ বিষয়ে বিভিন্ন তথ্য ও সতর্কতামূলক ব্যবস্থার কথা ভাগাভাগি করছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুরক্ষামূলক মাস্ক পরা ছবি শেয়ারও করছেন সবাই।
সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হাত না মেলানোর পরামর্শ দিয়েছেন। কমেডিয়ান কপিল শর্মাও করমর্দনকে ‘না’ বলার আহ্বান জানান। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন কাজল।
করোনা ভাইরাস থেকে সবাইকে সাবধানতা অবলম্বনের জন্য বলেছেন অমিতাভ বচ্চন। এ নিয়ে হিন্দি ভাষায় একটি কবিতা লিখেছেন তিনি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি