ইতালিতে শনিবার করোনা ভাইরাসে প্রায় আটশ লোক মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪, ৮২৫ জনে।
করোনার মূল উৎপত্তি চীনের মৃতের সংখ্যাকে ইতালি বৃহস্পতিবারই টপকে গিয়েছে। এরপর শুক্র ও শনিবার আরো ১,৪২০ জনের মৃত্যুর কথা ঘোষণা করেছে দেশটি। চীন ও ইরানে যতোসংখ্যক করোনায় মারা গেছে ইতালিতে মোট মৃতের সংখ্যা তারচেয়ে বেশি।
ইতালির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান সিলভিও ব্রুসাফেরো বয়স্কদের পুরো সময় বাসায় অবস্থানের অনুরোধ জানিয়েছেন। কারণ ইতালিতে যারা মারা যাচ্ছেন তাদের গড় বয়স ৭৮.৫।
ইতালির শীর্ষ মেডিক্যাল বিশেষজ্ঞ বলেছেন, ‘সরকারের সকল পদক্ষেপ না মানলে সবকিছু আরো কঠিন হয়ে যাবে। আর মানলে আমরা এই মহামারীকে নিয়ন্ত্রণ করতে পারবো।’
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি