ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে চট্টগ্রামে শুরু হবে রেলের আগাম টিকিটি বিক্রি। ৮ থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে এই কার্যক্রম।
দেয়া হবে ১৭ থেকে ২১ আগস্টের অগ্রিম টিকিট। রেলওয়ের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ জানিয়েছেন, টিকিট বিক্রি ও নির্বিঘ্নে ট্রেন পরিচালনার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এরইমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।
এছাড়া রেলওয়ে পূর্বাঞ্চলের যাত্রীদের চাপ সামলা দিতে ৭৫টি কোচ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি