ঈদ উল আয্হা উপলক্ষ্যে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। প্রথম দিনে আজ দেয়া হচ্ছে ১৭ই আগস্টের টিকিট।
সকাল থেকে টিকিট বিক্রি শুরু হলেও গতরাত থেকে কমলাপুরে আসতে শুরু করেন অনেকে। সকাল হওয়ার সাথে সাথে কাউন্টারের সামনে বাড়তে থাকে টিকিট প্রত্যাশীদের ভিড়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। নারীদের জন্য সংরক্ষিত দুটিসহ কলমাপুর রেলস্টেশনের ২৬টি কাউন্টারে মিলছে টিকিট।
১২ আগস্ট পর্যন্ত দেয়া হবে ১৮ থেকে ২১ আগস্টের টিকিট। আর ১৫ আগস্ট থেকে বিক্রি হবে ঈদযাত্রীদের ফিরতি টিকিট। ঈদে এবার বিভিন্ন রুটে প্রতিদিন চলাচল করবে নয় জোড়া বিশেষ ট্রেন। টিকিট কালোবাজারি ঠেকাতে সার্বক্ষণিক প্রহরা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে রেল কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি