সরকারি অফিসে ২৫ শতাংশের বেশি উপস্থিতি থাকতে পারবে না উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য বাকিরা প্রয়োজনে হলে অনলাইনে অফিস করবে।
আজ (সোমবার) সকালে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা জানান। করোনাভাইরাসে যেন কেউ সংক্রমিত না হন সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছ বলে তিনি জানান। এ সময় দর্শনার্থীরা যাতে সচিবালয়ে প্রবেশ করতে না পারে এজন্য এ ১৫ দিনে কোনও পাস ইস্যু করা হবে না বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি