করোনাভাইরাস সংক্রমণ ও মৃতের হার অনুযায়ী সারা দেশকে রেড, গ্রীণ ও ইয়েলো জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
আজ (সোমবার) দুপুরে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে করণীয় সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, করোনা সংক্রমণ ও মৃতের হার অনুযায়ী যে জোন করা হবে, সেটি এখনো করা হয়নি। এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, জোনের মাধ্যমেই সব করা হবে।
যেখানে বেশি সংক্রমিত হবে সেখানে কয়েকদিনের জন্য বন্ধ রাখা হবে। তবে বিশেষজ্ঞরা যেভাবে পরামর্শ দেবে, সেভাবেই কাজ করা হবে বলে তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি