ময়মনসিংহের হালুয়াঘাটে সাংবাদিক রফিকুল্লাহ চৌধুরী মানিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য আছমাউল-হুসনার বহিস্কার সহ তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদে বিলডোরা বাজারে এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ইউপি নির্বাচনের জের ধরে সাংবাদিক রফিকুল্লাহ চৌধূরী মানিকের উপর গত ৩ আগস্ট রাতে বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং জেলা পরিষদের সদস্য শিমুলের শাস্তি দাবী জানাই।
বক্তারা আরও বলেন, শিমুল বিলডোরা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন বিদ্যুৎ সংযোগের নামে সাধারণ জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় । জেলা পরিষদের অনেক প্রকল্পের নামে হাতিয়ে নেয় প্রায় অর্ধকোটি টাকা। পুলিশে এবং প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী দেওয়ার নামে অসহায় মানুষের কাছে থেকে টাকা নেওয়ারও অভিযোগ করেন বক্তারা ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি